• ঢাকা
  • রবিবার, ০৯ জুন, ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাফর ইকবালের চিকিৎসা


নিউজ ডেস্ক মার্চ ৩, ২০১৮, ০৯:৩০ পিএম
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাফর ইকবালের চিকিৎসা

ঢাকা: সিলেটের হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোষীদের আইনের আওতায় আনার নির্দেশের পাশাপাশি খোঁজ-খবর রাখছেন তার চিকিৎসার প্রতি। দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা।

শনিবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

ইহসানুল করিম জানান, প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্যও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসাধীন মুহম্মদ জাফর ইকবালের তিনি নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে ছুরি নিয়ে হামলা করা হয় তাকে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় সেলাই দেয়া হয়।

অপরদিকে ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে ছাত্ররা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!