• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি মেডিকেলের ১৩ নেপালী শিক্ষার্থী ছিলেন বিমানে


নিউজ ডেস্ক মার্চ ১২, ২০১৮, ০৭:৫১ পিএম
বাংলাদেশি মেডিকেলের ১৩ নেপালী শিক্ষার্থী ছিলেন বিমানে

ঢাকা: নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার বিমানটিতে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজের ১৩ জন শিক্ষার্থী ছিলেন। তারা সবাই নেপালের নাগরিক। তারা সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার পরে কলেজ কর্তৃপক্ষ সবার ব্যাপারে খোঁজ-খবর নিয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জানতে পেরেছে সকল শিক্ষার্থীই নিহত হয়েছে। রোববার তাদের শেষ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ করে রাতেই সিলেট থেকে ঢাকা যান।

এই পরীক্ষার পরে তাদের তিনমাসের ছুটি রয়েছে। এই সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা নেই। তাই তারা সোমবারই (১২ মার্চ) নেপালের উদ্দেশে ঢাকা ছাড়তে চেয়েছিলেন। 

এরা হলেন- রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।

এ বিষয়ে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবেদ হোসাইন বলেন, রোববার গাইনি ও মেডিসিন বিভাগের এমবিবিএস সমাপনী পরীক্ষা শেষ হয়। এরপর নেপালি ১৩ শিক্ষার্থী দেশের বাড়িতে ছুটি কাটাতে ইউএস-বাংলার ওই ফ্লাইটে করে নেপাল যান। তবে নেপাল দূতাবাসসহ বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি বিমান বিধ্বস্তে ১৩ শিক্ষার্থীর সবাই মারা গেছেন।

সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের এ ঘটনায় ৪৬ ৫০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কয়েকটি গণমাধ্যম।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!