• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে ওয়নেডে সিরিজ খেলতে পারছেন না তাসকিন


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০১৯, ০৮:২০ পিএম
নিউজিল্যান্ডে ওয়নেডে সিরিজ খেলতে পারছেন না তাসকিন

ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ দিন জাতীয় দলের বাহিরে থাকা তাসকিন আহমেদ ফেরার মঞ্চ হিসাবে বেছে নিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল)। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে সফলও হয়েছিলেন অভিষেকেই পাঁচ উইকেট শিকার করা এই টাইগার পেসার। নিউজিল্যান্ড সফরে দলে ফিরেছিলেন। কিন্তু সিলেট সিক্সার্সের হয়ে বিপিএলে নিজেদের শেষ ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে বাঁম পায়ের গোড়ালিতে চোট পান তাসকিন। তাতেই বছরের প্রথম ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পরেন এই গতি তারকা।  

সিলেট ও চিটাগংয়ের ম্যাচে অলক কাপালির করা ১০ম ওভারের চতুর্থ বলটাকে ছক্কা মেরেছিলেন মোসাদ্দেক হোসেন। সেটি ক্যাচ হওয়ার মতো ছিল না। তবুও সেটি ধরতে উল্টো দিকে দৌড় দিলেন তাসকিন। আর এতেই নিজের সর্বনাশটা ঘটিয়ে ফেললেন তিনি। সীমানা দড়ির ওপর বাঁ পা পড়তেই পড়ে গেলেন মাটিতে। টিভি রিপ্লেতে দেখে মনে হয়েছে, গোঁড়ালি বা অ্যাঙ্কলে ভালোই চোট পেয়েছেন তাসকিন।

সতীর্থ ও ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছেন। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে বিসিবির চিকিৎসক রুমে। সেখান থেকে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে। শনিবার (২ ফেব্রুয়ারি) এমআরআই রিপোর্টে জানা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা সম্ভব নয় তাসকিনের। তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এটা গ্রেড-থ্রি ইনজুরি। ফলে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই পেসারকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ম্যাচ হবে ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি। তাই ওয়ানডে সিরিজের বাইরেই থাকতে হচ্ছে তাসকিনকে। এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আমাকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাই নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে খেলতে পারবো না। আশা করি, টেস্ট সিরিজে খেলতে পারবো।’

বিপিএল শেষ হলেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ দল উড়াল দেবে। এই বিপিএলে দুরন্ত বোলিং করে জাতীয় দলে ঢুকেছেন তাসকিন। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। কিন্তু সেটি আর হচ্ছে কই।

জাতীয় দলের এই পেসার হতাশা মাখা কণ্ঠে বলেন, ‘আসলে আমার ভাগ্যই খারাপ। ভাগ্যের ওপর তো কারও হাত নেই। সেরে উঠে দ্রুত ফিটনেস ফিরে পেতে চেষ্টা করবো। টেস্ট সিরিজের আগে ফিট হতে পারলে ওয়ানডে না খেলার দুঃখ কিছুটা হলেও ভুলতে পারবো।’

তাসকিনের চোটের ধরণ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিরেন চোটের ধরণটা খারাপ এবং তার ভালো হয়ে মাঠে ফিরতে সময় লাগবে। তবে প্রকৃত সমস্যাটা কি, তা আমরা বলতে পারছি না। তার গোড়ালিতে এমআরআই করা হয়েছে, রিপোর্ট পাওয়া যাবে কাল (রোববার)। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে ইনজুরি কতটা গুরুতর। কাজেই এখনই বলা যাচ্ছে না, কতদিনের মধ্যে তাসকিন সুস্থ হয়ে উঠবেন। তবে এটুকু বলতে পারি, ইনজুরিটা বেশ জটিল, খুব সহসাই সুস্থ হয়ে উঠার সম্ভাবনা কম।’

এদিকে তাসকিনের বিকল্প হিসেবে দুজনের কথা ভাবছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন, ‘তাসকিনের বিকল্প হিসেবে শফিউল ইসলাম ও এবাদত হোসেনের কথা চিন্তা-ভাবনা করছি আমরা। ওদের একজন অথবা দুজনই নিউজিল্যান্ডে যেতে পারে। আজ-কালের মধ্যেই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!