• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
নেপালের কাছে হার

সেমিফাইনালে কি তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতই


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৬, ২০১৯, ০৫:৪৯ পিএম
সেমিফাইনালে কি তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতই

ছবি: বাফুফে

ঢাকা: নেপালকে হারালেই সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের সেমিফাইনালে শক্তিশালী ভারতকে এড়িয়ে যেতে পারত বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেটি আর হলো কই? স্বাগতিক মেয়েদের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। আরেক ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ভারত। সেক্ষেত্রে শেষ চারের লড়াইয়ে প্রতিপক্ষ হিসাবে সেই ভারতকেই মোকাবেলা করতে হবে তহুরা-সাবিনাদের।  

শনিবার (১৬ মার্চ) বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তবে প্রথম ম্যাচে ভুটানকে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

এদিন নেপালের মাঠে নেপালের সাথে কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ফলে প্রথমার্ধেই তিন গোল হজম করেছে সাবিনা খাতুনের দল। দ্বিতীয়ার্ধে নেপালের মেয়েদের   আর নিজেদের জালে বল প্রবেশ করতে দেয়নি ছোটনের শিষ্যরা।

খেলা শুরুর ষষ্ঠ মিনিটেই আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। এ সময় মাসুরা পারভীন হেডে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়ান। ২৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় নেপল। বাংলাদেশের আগুয়ান গোলরক্ষক রুপনা চাকমাকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন সাবিত্রা ভাণ্ডারি। ২৮ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় নেপাল। সাবিত্রার পাস ধরে প্লেসিং শটে গোল করেন মাঞ্জালি কুমারি।

৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় নেপাল। তবে দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি স্বাগতিক মেয়েরা। বাংলাদেশও পারেনি গোল শোধ করতে। ফলে বড় নিয়ে মাঠ ছাড়ে মৌসুমি-সাবিনারা।  

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নেপাল বরাবরই বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ। সাফে নেপালের বিপক্ষে এখনও অবধি জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। ২০১০ সালে কক্সবাজারে ও ২০১৪ সালে ইসলামাবাদে সেমিফাইনালে মুখোমুখি হয়ে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। তবে গত নভেম্বরে মিয়ানমারে অলিম্পিক বাছাই ফুটবলে নেপালের সঙ্গে ড্র করেছিল। এবার আরও একটি হার দেখল তারা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!