• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার সঙ্গে ‘অন্যায্য’ আচরণ করছে আইসিসি!


ক্রীড়া প্রতিবেদক জুন ১৫, ২০১৯, ০১:২৭ এএম
শ্রীলঙ্কার সঙ্গে ‘অন্যায্য’ আচরণ করছে আইসিসি!

ছবি সংগৃহীত

ঢাকা: কিছুদিন আগে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ অভিযোগ করে বলেছিলেন, ভারত ব্যাটিংবান্ধব পিচে খেলার সুযোগ পেলেও পাকিস্তান পাচ্ছে না। তবে শ্রীলঙ্কা শুধু বলেই ক্ষান্ত হয়নি তারা আনুষ্ঠানিক অভিযোগই করেছে আইসিসির কাছে। বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই সবুজাভ উইকেট দিয়ে আইসিসি তাদের সঙ্গে ‘অন্যায্য’ আচরণ করছে বলেও অভিযোগ করেছে শ্রীলঙ্কা।

এখানেই শেষ নয়, বিশ্বকাপে শ্রীলঙ্কার অনুশীলন, আবাসন ব্যবস্থা ও যাতায়াত ব্যবস্থা নিয়েও অভিযোগ করেছে শ্রীলঙ্কা। লঙ্কান ম্যানেজার আশান্থা ডি মেল এসব তথ্য নিশ্চিত করেছেন। চার দিন আগে অভিযোগ জানালেও আইসিসির কাছ থেকে এখনো কোনো সদুত্তর পাননি বলেও নিশ্চিত করেছেন ডি মেল।

ডেইলি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডি মেল বলেছেন, ‘আমাদের চারটি ম্যাচ যে দুই ভেন্যুতে হয়েছে, সেই কার্ডিফ ও ব্রিস্টলে আইসিসি আমাদের জন্য সবুজ পিচ তৈরি করেছে। অথচ একই ভেন্যুতে যখন অন্য দলগুলো খেলতে আসছে, তারা ঠিকই বাদামি ও ব্যাটিংয়ের জন্য উপযোগী উইকেট পাচ্ছে। এটা বিশ্বকাপ এবং এখানে সেরা দশটি দল অংশগ্রহণ করছে। এখানে তাই সব দলকেই সমান দৃষ্টিতে দেখা উচিত।’

শনিবার ওভালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লঙ্কানরা। এ ম্যাচের জন্যও আইসিসি ঘাসের পিচ বানিয়েছে, ডি মেলের অভিযোগ এমনটাই, ‘ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য যে পিচ বানানো হয়েছে, সেটাও সবুজ। অভিযোগ করছি বলে ভাববেন না আমরা নাকি কান্না করছি। কিন্তু একেক দলের জন্য একেক রকম উইকেট বানিয়ে আইসিসি অন্যায্য কাজ করছে।’

ডি মেলের আরও অভিযোগ অনুশীলনের জন্য পর্যাপ্ত সুবিধা দেওয়া হচ্ছে না শ্রীলঙ্কাকে, ‘এমনকি কার্ডিফে আমাদের যে অনুশীলন সুবিধা দেওয়া হয়েছে সেগুলোও অপ্রতুল। অনুশীলনের জন্য তিনটি নেটের বদলে আমাদের দুটি নেট দেওয়া হয়েছিল। ব্রিস্টলে আমাদের যে হোটেলে রাখা হয়েছিল, সেখানে কোনো সুইমিং পুল ছিল না। অনুশীলনের পর দলের পেসারদের পেশির আরামের জন্য প্রতিটি দলেরই সুইমিং পুল দরকার। ব্রিস্টলে পাকিস্তান ও বাংলাদেশকে যে হোটেলগুলোতে রাখা হয়েছিল, সেগুলোতে কিন্তু ঠিকই সুইমিং পুল ছিল।’

তবে আইসিসি শ্রীলঙ্কার অভিযোগের এখনো কোনো উত্তর দেয়নি। তবে উত্তর না পাওয়া অবধি ডি মেলও নাকি অভিযোগ করতেই থাকবেন।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!