নাটোরে মাস্ক ব্যবহার না করায় ৬ মামলা, ৮ জনকে জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০, ০৪:২১ পিএম

ঢাকা: করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবিলায় জনসমাগমের জায়গায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নাটোরে বিশেষ অভিযান শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওনের নেতৃত্বে শহরের নিচা বাজার, কাঁচা বাজার, মাছ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মাস্ক বিতরণসহ মাস্ক ব্যবহারে অনিহার কারণে ছয়জনের বিরুদ্ধে সংক্রামক রোগ আইনে মামলা দায়ের এবং আটজনকে চার হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ বলেন, ‘জনস্বাস্থ্য ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

সোনালীনিউজ/এমএইচ