মাস্ক না পড়ায় চাঁদপুরে ৯০ জনকে জরিমানা

  • চাঁদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২০, ১০:৫৮ এএম

চাঁদপুর: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শত ভাগ মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে চাঁদপুর জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান নিজেই রোববার (২২ নভেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের দু’টি স্থানে অভিযান পরিচালনা করেছেন।

এ সময় মাস্ক না পরায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৯০ জনকে ১১ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, দুটি ভ্রাম্যমাণ আদালতের মধ্যে ইলিশ চত্বর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ৬৫ জনকে ৭ হাজার ৭০০ টাকা এবং পালবাজার এলাকায় উজ্জ্বল হোসেন ২৫ জনকে ৩ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন। 

অভিযান শেষে জেলা প্রশাসক মাজেদুর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত সপ্তাহ থেকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হয়েছে।’

অভিযানের ফলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অভিযানে আনসার সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্যরা সহযোগিতা করেন।

সোনালীনিউজ/এমএইচ