ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭গাড়ি, আহত ৫

  • মুন্সিগঞ্জ প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ১২:৩৪ পিএম

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় দূর্ঘটনায় ১টি ট্রাক, ৫ টি প্রাইভেটকার ও আরাম পরিবহনের ১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে । এঘটনায় আহত হচ্ছে ৫ জন। সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এদূর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে প্রথমে ঢাকা মুখী একটি ট্রাক রাস্তার নিরাপত্তা বেষ্টনি (রেলিং) এর সাথে ধাক্কা লাগে। এসময় পিছনে থাকা ৫টি প্রাইভেটকার ও শেষে ১টি যাত্রীবাহী বাস গিয়ে একেরপর এক ধাক্কা লাগে। শেষের প্রাইভেটকারটির সবচেয়ে বেশ ক্ষতি হয়। এঘটনায় ৫জন আহত হয়। তবে আহতের মাত্রা গুরুতর নয়। গাড়িগুলো ধীর গতিতে চলছিলো বলে বড় দূর্ঘটনার কবল থেকে রক্ষাপাওয়া সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে দূর্ঘটনায় পর দীর্ঘক্ষণ এক্সপ্রেসওয়ের একটি পাশদিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিলো।  পরে দূর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে রাস্তায় চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে পুলিশ।

সোনালীনিউজ/এমএস/এসআই