স্বাস্থ্যবিধি না মানায় ২১ জনকে জরিমানা

  • চাঁদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ০৭:৩৭ পিএম
সংগৃহীত

চাঁদপুর : স্বাস্থ্যবিধি না মানায় চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ মামলায় ২১ জনকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জনসচেতনতামূলক প্রচারণাও করা জেলা প্রশাসনের পক্ষ থেকে।

শনিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের বাবুরহাট পেন্নাই সড়ক মোড় ও ওয়ারলেছ মোড়ে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।

একই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন যানবাহনে যেন অতিরিক্ত যাত্রী বহন না করা হয় ও স্বাস্থ্যবিধি মেনে যাত্রী বহন করার জন্য প্রচারণা করেন এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর নির্দেশে আমরা সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়াও যারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না তাদেরকে আমরা জরিমানার আওতায় আনছি।

চাঁদপুর জেলা করোনা উচ্চ ঝুঁকির ৩১ জেলার মধ্যে একটি। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৯৩ জন মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫০ জন।

সোনালীনিউজ/এমএএইচ