আড়াইহাজারে আওয়ামীলীগের ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি : | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ১২:০১ পিএম
ছবি : নৌকা প্রতীকের প্রার্থীগন

নারায়ণগঞ্জ : আড়াইহাজার উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৬ টিতেই নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উপজেলার ফতেপুর, দুপ্তারা, ব্রাহ্মন্দী, বিশনন্দী, মাহমুদপুর এবং হাইজাদী ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ফতেপুর ইউনিয়ন পরিষদে মো, আবু তালিব, দুপ্তারা ইউনিয়ন পরিষদে মো. নাজমুল হক, ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদে মো . লাক মিয়া, বিশনন্দী ইউনিয়ন পরিষদে মো. সিরাজুল ইসলাম এবং মাহমুদপুর ইউনিয়ন পরিষদে মোহাম্মদ আমান উল্যাহ এবং হাইজাদী ইউনিয়ন পরিষদে আলী হোসেন নির্বাচিত হয়েছেন।

সোনালীনিউজ/ এনআইএস/এসএন