সমন্বয়কদের গাড়িতে হামলা, দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৪:৫৪ পিএম

সোনারগাঁ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ছিনতাইকারী বলে জানা গেছে।

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মোবারক হোসেন ও বিল্লাল মিয়া।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, হামলার ঘটনাটি গুরুত্ব দিয়ে অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এর আগে রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটে। এসময় নগদ টাকা, ব্যাগসহ বিভিন্ন জিনিস ছিনতাই করা হয়। আহত হন দুই জন।

এসএস