দোকানে মিলল ৭০ মরা মুরগি, লাখ টাকা জরিমানা

  • সাভার (ঢাকা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৪:৩০ পিএম
ছবি : প্রতিনিধি

সাভার: সাভারে মরা মুরগি বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের ম্যানেজার বাবুকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জরিমানা করা হয়েছে এক লাখ টাকা।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে সাভারের গেন্ডা এলাকার আমির এন্টারপ্রাইজ নামক ও মুরগির দোকানে এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার। এসময় ওই প্রতিষ্ঠান থেকে ৭০ পিছ মরা জব্দ করা হয়।

[243494]

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইয়ামিন হোসেন বাবু (৩২)। তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার জানান, স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০ টি মরা মুরগি জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে য়ায়। পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন। 

এসএস