শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৯:০৫ এএম

ঢাকা: খুলনায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিধান চন্দ্র রায় বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার নামীয় আসামিদের মধ্যে রয়েছেন— খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়া মামলায় আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

[254432]

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ এপ্রিল খুলনা নগরীর ময়লাপোতা এলাকা থেকে সন্দেহজনকভাবে আওয়ামী লীগ নেতা এম এম মুজিবুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনায় দেখা যায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপের মাধ্যমে তেরখাদা উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বিজয় একাত্তর ও জয় বাংলা আমার প্রাণ নামের একাধিক গ্রুপে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আলোচনা হচ্ছিল। এসব যোগাযোগের মাধ্যমে বর্তমান সরকার উৎখাতের পরিকল্পনা করা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রায় সাড়ে তিন মাস পর, ৪ আগস্ট রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি মঞ্জুর করে মন্ত্রণালয়।

এর ধারাবাহিকতায় ১১ আগস্ট সোনাডাঙ্গা থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং বাকিদের অজ্ঞাতনামা দেখিয়ে মোট ৪৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

ওএফ