আল-আকসা ফাউন্ডেশনের উদ্বেগে কুইজ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ১০:১২ পিএম

পিরোজপুর: ইন্দুরকানীতে আল-আকসা ফাউন্ডেশনের উদ্বেগে কুইজ প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিযোগী বিজয়ীদের মধ্যে ২০জনকে পুরস্কার দেয়া হয়েছে। এ ছাড়া প্রতিযোগীতে অংশগ্রহনকারীদের মাঝে শান্তনা পুরস্কার বিতরণ করা হয়। 

এতে কলারন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা. ছরোয়ার মোল্লার সভাপতিত্বে ও বালিপাড়া চানসিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ অহিদুজ্জামান অহিদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তৌহিদুর রহমান রাতুল, বালিপাড়া চানসিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সভাপতি ইউনুস আকন, কলারন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক মাওলানা. জাকারিয়া চুন্ন, বালিপাড়া ইউনিয়ন আলিম মাদ্রাসার ইংরেজী প্রভাষক মো. কাওসার শিকদার, বালিপাড়া চানসিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা. কাউসার হোসাইন, জুলাই মঞ্চের পিরোজপুর জেলা লিয়াজোঁ সমন্বয়ক ও আল-আকসা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম রাতুল প্রমুখ। 

[254728]

আল-আকসা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, শান্তির পথে মানবতার সেবাই আমাদের লক্ষ্য। ক্ষুদার্থকে খাদ্য, তৃষ্ণার্তকে পানি, অসহায়কে আশ্রয় দেয়া, শোষিতকে মুক্তি দেয়াসহ আরও অনেক সেবা মূলক কার্যক্রম আমরা করে থাকি। 

আসুন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ ভাবে সমাজে উন্নয়ন এসব কাজ এবং অসহায় মানুষদের সহযোগিতা করি। 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, আল-আকসা ফাউন্ডেশনের সভাপতি সাব্বির রহমান মাঝী, অর্থ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক। 

এসময় ফাউন্ডেশনের সদস্যগণ এবং প্রতিযোগীতে অংশ গ্রহণকারী বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এআর