নড়াইলে জুলাই যুদ্ধে আহতদের তালিকায় আওয়ামী লীগ নেতা শেখ আশিক বিল্লাহর নাম প্রকাশিত হওয়ায় সামাজিক মাধ্যমে তোলপাড় তৈরি হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল থেকেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এ নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে।
আশিক বিল্লাহ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। তিনি নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী নিহত ও আহতদের তালিকা তৈরি করা হচ্ছে। নড়াইল জেলায় প্রকাশিত তালিকায় দুজন নিহত ও ২৭ জন আহত অন্তর্ভুক্ত হয়েছেন। এতে আশিক বিল্লাহর নামও রয়েছে, গেজেট নং-৩৩৬৯১।
আশিক বিল্লাহ ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন। তিনি জানান, তিনি ১৯ জুলাই ঢাকার মহাম্মদপুর এলাকায় আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং আহত হয়েছিলেন। তার চিকিৎসা সনদসহ কাগজপত্রের ভিত্তিতে গেজেটে নাম অন্তর্ভুক্ত হয়েছে।
কালিয়া উপজেলা বিএনপির জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বিশ্বাস বলেন, “সঠিক তদন্ত পূর্বক পুনরায় তালিকা প্রকাশের দাবি জানাচ্ছি।” নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানিয়েছেন, আশিক বিল্লাহর নাম কিভাবে তালিকায় অন্তর্ভুক্ত হলো সে বিষয়ে তার জানা নেই।
নিহত ও আহতদের তালিকার এই প্রকাশের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে তালিকাভুক্তির স্বচ্ছতা ও যাচাই প্রক্রিয়ার গুরুত্ব।
এসএইচ