ঝালকাঠিতে মদপানে যুবকের মৃত্যু

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১০:৫৭ এএম

ঝালকাঠিতে অতিরিক্ত মদপানে সুমন হাওলাদার (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুমন  পৌরসভার ৫ নং ওয়ার্ডের কালিবাড়ি রোড এলাকার বসিন্দা।

রোববার (০২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন হাওলাদার মৃত সুলতান হাওলাদারের ছেলে। 

বড় ভাই মামুন হাওলাদার জানান, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সুমন ‘শ্মশান কলপার’ এলাকায় অতিরিক্ত পানীয় গ্রহণ করে ভারসাম্য হারিয়ে কলপারে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত্যু ঘোষণা করেন। 

মৃতদেহটি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এম