হ্যাকড ফেসবুক ফেরাতে সৈকত একাই যেন সাইবার হেল্প সেন্টার

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৩:১৮ পিএম
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত আহমেদ এখন স্থানীয় তরুণদের কাছে পরিচিত এক নাম। বয়স আঠারোর কোঠায় হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তার দখল অনেকটা পেশাদারদের মতোই। ফেসবুক বা মোবাইল–কম্পিউটারের কোনো সমস্যা হলেই সবাই ছুটে যান তার কাছে।

ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি প্রবল আগ্রহ ছিল সৈকতের। অন্যরা যখন খেলাধুলা বা আড্ডায় ব্যস্ত, তিনি তখন পুরনো এক কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করতেন ঘণ্টার পর ঘণ্টা। নিজের চেষ্টায় শেখেন কম্পিউটার সার্ভিসিং, সফটওয়্যার ইনস্টলেশন, এমনকি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করার মতো জটিল কাজও।

এখন ঠাকুরগাঁও শহরের তরুণদের কাছে তিনি একরকম ‘ডিজিটাল গার্ডিয়ান’। কারো ফেসবুক আইডি হ্যাক হলে, কেউ পেজে প্রবেশ করতে না পারলে, কিংবা অনলাইনে প্রতারণার শিকার হলে প্রথমেই ভরসা হিসেবে মনে পড়ে সৈকতের নাম।

সৈকত আহমেদ বলেন, ‘মানুষ এখন অনলাইনে অনেক সময় কাটায়, কিন্তু সবাই জানে না কিভাবে নিজেদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে হয়। আমি চেষ্টা করি, যার সমস্যা হয়, তার পাশে দাঁড়াতে।’

তার সহপাঠী তামিম বলেন, ‘আমাদের অনেক সময় ফেসবুকে নানা ঝামেলায় পড়তে হয়। সৈকতের কাছে গেলেই মিলে যায় সমাধান। সে বিনা পয়সায় কাজ করে, শুধু চায় মানুষ যেন নিরাপদে থাকে।’

স্থানীয়দের মতে, সৈকতের মতো প্রযুক্তিনির্ভর ও সহানুভূতিশীল তরুণরাই এখন সমাজের প্রয়োজন। নিজের জ্ঞানকে স্বার্থের জন্য নয়, মানুষের কল্যাণে ব্যবহার করছেন তিনি।

প্রযুক্তির এই যুগে সৈকত আহমেদ যেন ঠাকুরগাঁওয়ের এক ‘ছোট্ট সাইবার হেল্প ডেস্ক’। যার দরজায় ধরা মানেই হাসিমুখে ফেরা। প্রযুক্তি আর মানবতার এই সুন্দর মেলবন্ধনই সৈকতকে করেছে ভিন্নমাত্রার এক অনুপ্রেরণা।

এসএইচ