ফেসবুকে সম্পর্কের জেরে গৃহবধূর প্রেমিককে হত্যা করল স্বামী

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৬:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগে মো. হাসিব (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে হামজারবাগের সঙ্গীত আবাসিক এলাকায়। নিহত হাসিব জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা ও নগরীর ২নং গেইট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. জাহেদুল ইসলাম। তার স্ত্রী খায়রুন বনাহার ওরফে তানহার সঙ্গে প্রায় ৪ থেকে ৫ মাস আগে ফেসবুকে হাসিবের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জাহেদুল জানার পর তিনি হাসিবকে ফোন করে চা খাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যান। সঙ্গীত আবাসিক এলাকার মন্নানের বিল্ডিংয়ের সামনে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জাহেদুল ছুরিকাঘাত করে হাসিবকে।

স্থানীয়রা আহত হাসিবকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, হত্যাকাণ্ডের পরপরই আসামি গ্রেফতার অভিযান শুরু করা হয়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জাহেদুলকে চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। জাহেদুল হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

এসএইচ