চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে চালিতাতলী বাজার এলাকায় জনসংযোগকালে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, এরশাদ উল্লাহ স্থানীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে বাজার এলাকায় হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। হঠাৎ পাশের একটি গলির দিক থেকে গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, কর্মীরা দৌড়ে আশ্রয় নিতে থাকে। এরশাদ উল্লাহকে তার সহযোগীরা দ্রুত গাড়িতে তুলে নিয়ে যায়।
গুলিতে এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন এবং তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে তাদের নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবলাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই ভিডিওটি ফেসবুক ও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে গুলিবর্ষণের শব্দ, চিৎকার আর বিশৃঙ্খলার দৃশ্য স্পষ্ট শোনা যায়। অনেকে মন্তব্য করছেন-দিনদুপুরে নির্বাচনী প্রচারে এমন হামলা নিরাপত্তা ব্যবস্থার বড় ব্যর্থতা।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। কারা, কোন উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুণ...
এসএইচ