নড়াইলে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, দাবিতে কঠোর অবস্থান

  • নড়াইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে নড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রবিবার দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। এটি ছিল কেন্দ্রীয় কর্মসূচির অংশ। সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও পাঠদান বন্ধ ছিল।

সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল শহরের দক্ষিণ-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ একত্রিত হয়ে কর্মবিরতি পালন করেন। তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

শিক্ষক সমিতির নেতারা দাবি করেন, শিক্ষকদের ওপর হামলা নিন্দনীয় এবং আটক শিক্ষকদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়া শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত পূরণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। তারা সতর্ক করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নড়াইলের সভাপতি ও সহকারী শিক্ষক ঐক্যজোটের আহ্বায়ক মো. আমিনুর রহমান, সদস্য সচিব মো. আশিকুর রহমান, বাংলাদেশ সরকারি শিক্ষক সমাজ সদর উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আহ্বায়ক মো. নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মো. একরামুল হক রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসএইচ