৩২ বছর পর সরকারি ইন্দুরকানী কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৫:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

পিরোজপুরের সরকারি ইন্দুরকানী কলেজে দীর্ঘ ৩২ বছর পর একাদশ শ্রেণী ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন এবং নবীন বরণ অনুষ্ঠান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর এজিএস ফেরদৌস আল হাসান, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসাইন, ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মো. ইমরান খান, ইন্দুরকানী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম রাতুল, উপজেলা সভাপতি মো. আশরাফুল ইসলাম এবং সেক্রেটারি কে এম রাহাতুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের সরকারি ইন্দুরকানী কলেজ শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জুবায়ের হোসাইন।

প্রধান অতিথি হারুনুর রশিদ রাফি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ছাত্রদের মূল সংগ্রামের বিষয় ছিল ঘুষ বা কোটা দিয়ে চাকরি নয়। আমার মেধা ও যোগ্যতায় চাকরি অর্জন করতে হবে। ঘুষ দিয়ে চাকরি নিলে মানসিকতা থাকে শুধু টাকা ফেরত নেওয়ার। সমাজ পরিবর্তন করতে চাইলে তা উপরের দিক থেকে নয়, নিচ থেকে শুরু করতে হবে।”

শিক্ষার্থীরা জানান, “ছাত্রশিবিরের মতো এই সুন্দর অনুষ্ঠান আগে কখনো কলেজে হয়নি। অনুষ্ঠানটি উপভোগ করতে পেরে আমরা খুব আনন্দিত। শিক্ষকদের কাছ থেকে ক্যারিয়ার সংক্রান্ত পরামর্শ ও শিক্ষা উপকরণও পেয়েছি।”

ইন্দুরকানী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বলেন, “কলেজ প্রতিষ্ঠার পর থেকে আমরা ছাত্র-ছাত্রীদের জন্য এরকম বড় আয়োজন করতে পারিনি। ২৪ এর ৫ আগস্টের পর পরিকল্পনা করে আজ এটি বাস্তবায়িত হয়েছে। এর আগে কলেজে একটি হেল্প ডেস্কও চালু করা হয়েছিল। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।”

এসএইচ