লালমনিরহাটে ৩ আসনে পাঁচ মনোনয়ন বাতিল, অপেক্ষমাণ ২

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:১৪ পিএম
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। তথ্যগত ত্রুটি ও আইনি জটিলতার কারণে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া সামান্য ত্রুটির কারণে দুজন প্রার্থীর মনোনয়ন অপেক্ষমাণ রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তিনটি আসনে বর্তমানে ২০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ রয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে শান্তিপূর্ণ পরিবেশে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে দাখিল করা নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়।

জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের তুরস্কপ্রবাসী স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ, যাঁর মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া গেছে। এ ছাড়া একই আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী ডা. আবু সামা এবং খেলাফত মজলিশের প্রার্থী আবুল কাসেমের মনোনয়ন বাতিল হয়েছে। লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের মনোনয়নপত্রও বাতিল করা হয়।

এদিকে মনোনয়নপত্রে সামান্য ত্রুটি থাকায় লালমনিরহাট-৩ (সদর) আসনের আমার বাংলাদেশ পার্টির প্রার্থী ফিরোজ কবির এবং লালমনিরহাট-১ আসনের লেবার পার্টির প্রার্থী শুভ আহমেদের মনোনয়ন অপেক্ষমাণ রাখা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করতে পারলে তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে।

অন্যদিকে আলোচিত প্রার্থীদের মধ্যে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, লালমনিরহাট-২ আসনে জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামীম কামাল এবং লালমনিরহাট-৩ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এসএইচ