ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, গণপিটুনিতে নিহত অভিযুক্ত যুবক

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:২৪ এএম

নারায়ণগঞ্জ জেলার  রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার  কেরাবো সড়কের মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারী ও গণপিটুনিতে সেই  ছিনতাইকারী ঘটনাস্থলে নিহত হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ  জানায়, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের স্ত্রী গৃহবধূ আমেনা বেগম বাড়ি ফেরার পথে কেরাবো রাস্তার মোড়ে ২/৩ সদস্যের ছিনতাইকারীর কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা গৃহবধূর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন গৃহবধূ আমেনা বেগম ছিনতাইকারীদের একজনকে যাপটে ধরে ডাক-চিৎকার করে। সুযোগমতো ওই ছিনতাইকারী আমেনা বেগমের গলায় ছুতিকাঘাত করে। আমেনা বেগম মাটিতে লুটে পড়ে। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে ছিনতাইকারী দলের সদস্য অজ্ঞাত এক যুবক(২৫) নিহত হয়। পরে আমেনা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সবজেল হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ  ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এম