‘রাষ্ট্রকে ব্যাধিমুক্ত করতে একটাই প্রেসক্রিপশন ‘হ্যাঁ’ ভোট’

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, গুরুত্বপূর্ণ কমিশন ছিল সংবিধান সংস্কার কমিশন। মূল ব্যাধিটা সংবিধানের ভেতরে। সুতরাং এই সংবিধানটাকে ঠিকঠাক না করা পর্যন্ত আমরা যতই চেষ্টাই করি, যতই আমরা জীবন দিতে থাকি, যতই আন্দোলন করতে থাকি-কোন লাভ হবে না। সেজন্যেই সংবিধানের রোগ-ব্যাধি, ত্রুটি- বিচ্যুতি, ফাঁক -ফোকর চিহ্নিত করে সেটা ঠিক করবার জন্য একটা প্রেসক্রিপশন আমাদের দরকার ছিল। আর সেটাই করা হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারী) ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গণভোট বিষয়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্র সংস্কারে অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন কাজের সফলতা তুলে ধরে মনির হায়দার বলেন, রাষ্ট্রের স্বার্থেই সবাইকে হ্যা ভোট দেওয়া প্রয়োজন। গণভোটে হ্যা দেওয়া পবিত্র দায়িত্ব। যার যার অবস্থান থেকে গণভোটে হ্যা দেওয়ার বিষয়ে সবাইকে বুঝাতে সকলের প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মাছুমা হাবিবের সভাপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও আহত জুলাইযোদ্ধা আল আমিন বক্তব্য দেন।

এতে বাকৃবিসহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও ছাত্ররা উপস্থিত ছিলেন। 

পিএস