বিএনপি প্রার্থীর রঙিন লিফলেট বিতরণ, শত্রুতার অভিযোগ  

  • নোয়াখালী প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি : প্রতিনিধি

নোয়াখালী: নোয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও তার দলীয় প্রধান এবং প্রতিষ্ঠাতাসহ একাধিক ছবি ব্যবহার করে ঘরে ঘরে রঙিন লিফলেট বিতরণ করার অভিযোগ উঠেছে। এসব রঙিন লিফলেট শত্রুতা করে কেউ হয়তো বিতরণ করতে পারে বলে মন্তব্য করেন প্রার্থীর ব্যক্তিগত সহকারি মো. ইকবাল হোসাইন রুবেল। 

শনিবার (৩১ জানুয়ারি) ওই আসনের চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে উভয় পৃষ্ঠা চার রঙের ধানের শীষের লিফলেট বিতরণ ও রঙিন স্টিকার বিভিন্ন ঘরের দেওয়ালে সাঁটানো দেখা গেছে।

ওই লিফলেট ও স্টিকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ধানের শীষের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ছাড়াও জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবিও ব্যবহার করা হয়েছে।

এছাড়া জাতীয় নির্বাচনের আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ থাকলেও লিফলেট ও স্টিকারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, সংখ্যা ও তারিখ কিছুই উল্লেখ করা হয়নি। গত ৯ দিনে এসব লিফলেট ও স্টিকার চাটখিল ও সোনাইমুড়ী এলাকার বিভিন্নস্থানে ছড়িয়ে পড়েছে।

অথচ নির্বাচন কমিশনের আচরণ বিধিমালার ৭ (ঙ) নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় ব্যবহৃতব্য ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন সাদা-কালো রঙের হবে এবং ৭(চ)-তে বলা আছে, এ সব প্রচারণায় প্রার্থী ও দলের বর্তমান প্রধান ব্যতীত অন্য কারো ছবি ছাপানো যাবে না।

এ ছাড়া ৭(ঝ)-তে উল্লেখ আছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখবিহীন কোনো ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করা যাবে না।

গোলাম কিবরিয়া নামে এক শিক্ষক বলেন, এক সপ্তাহ ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে এ নিয়ে বারবার বলা হয়েছে। কিন্তু তারা অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করছেন। এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

নোয়াখালী-১ আসনের ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। 

এদিকে তাঁর ব্যক্তিগত সহকারি মো. ইকবাল হোসাইন রুবেল বলেন, ধানের শীষের রঙিন লিফলেট বিতরণের অভিযোগ সত্য নয়। আগের ছাপানো কোনো রঙিন লিফলেট শত্রুতা করে কেউ হয়তো বিতরণ করতে পারে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তালেব বলেন,  নির্বাচনি আচরণবিধির বিষয়টি সম্পূর্ণ তদারকি করছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তিনি আরও বলেন, রঙিন লিফলেট ও গেইট নির্মাণের কথা আমিও শুনেছি। কিন্তু এটি আমার এখতিয়ারের বাইরে। 

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লিফলেট, হ্যান্ডবিল অবশ্যই সাদা-কালো হতে হবে। কোনো প্রার্থী এ নিয়ম ভঙ্গ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খোঁজ নিয়ে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নির্বাচনে কি করা যাবে- কি করা যাবে না সবই স্পষ্টভাবে উল্লেখ আছে। কোন প্রার্থী লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পিএস