আমরা একটা শান্তির বাংলাদেশ তৈরি করতে চাই: ফখরুল

  • ঠাকুরগাঁও প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা একটা শান্তির বাংলাদেশ তৈরি করতে চাই। যেখানে হিন্দু-মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না। যারা ভেদাভেদ সৃষ্টি করতে চায়, তারা দেশের ক্ষতি করতে চায়। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি সবাই একসঙ্গে এগিয়ে যাই, আমাদের কেউ আটকাতে পারবে? হিন্দু-মুসলমান ভাগ করলে কি আমরা এগোতে পারব?

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীগঞ্জ বাজার ও নীমবাড়িতে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আদায় করতে আমাদের খুবই কষ্ট করতে হয়েছে। তাই এই নির্বাচনকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। এই নির্বাচনে সঠিক সরকার নির্বাচন করতে না পারলে আবার উল্টো দিকে চলে যেতে হবে।’

তিনি বলেন, ১৫ বছর আন্দোলন করতে হয়েছে। ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ২০ হাজার লোক প্রাণ দিয়েছেন। ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন। চব্বিশের জুলাই-আগস্টে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। তারপর নির্বাচনটা পেয়েছি। 

বিএনপি মহাসচিব বলেন, ‘এবার তো আওয়ামী লীগ আর নৌকা মার্কা নেই। এবার আসছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাকে আমরা অনেকেই চিনি না। কেমন হবে, কী হবে জানি না। দাঁড়িপাল্লার দলটা অনেক আগে থেকেই রাজনীতি করে আসছে। আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। আমাদের বাড়িঘর ছেড়ে ভারতে পালায় যেতে হয়েছিল। তখন বহু মানুষকে হত্যা করা হয়েছিল। মা-বোনদের সম্ভ্রম গেছে। তখন কিন্তু বাংলাদেশটাকে তারা মানতে চায় নাই। ওই মানুষগুলোকে আমরা কী করে ভোট দেব, যে মানুষগুলো আমার দেশটাকেই বিশ্বাস করে নাই! শুধু বাংলাদেশ না, ওরা পাকিস্তানও চায় নাই। ১৯৪৭ সালে যখন পাকিস্তান হয়, তখন তারা ওটারও বিরোধিতা করেছিল।’

পিএস