সোহরাবের অকাল মৃত্যুতে বেদনাহত সরকারি চাকরিজীবীরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৩:৫৭ পিএম

ঢাকা: পরিবারের অভাব অনটনের কারণে হতাশ হয়ে সোহরাব হোসাইন চৌধুরী নামের এক বিজিবি সদস্য নিজ গুলিতে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২২ অক্টোবর) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

তার এই অপ্রত্যাশিত মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত ও বেদনাহত সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: আগারগাঁওয়ে সরকারি কর্মচারীদের ধর্মঘট

সোহরাব হোসেন চৌধুরীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম।

আরও পড়ুন: দুই খাতে ভাতা বাড়িয়ে আদেশ জারি

এক শোক বার্তায় সংগঠনটি বলেছে, ১১-২০ গ্রেডের কর্মচারীরা কত দুঃসহ সময় অতিক্রম করছে তা সোহরাব হোসেন চৌধুরীর আকাল মৃত্যুর মধ্য দিয়ে সহজেই অনুমেয়।

আরও পড়ুন: ‘মাসের শেষে বেড়াতে আসবেন না, পকেট খালি থাকে’

বিষয়টি উপলব্ধি করে নিম্ন গ্রেডের কর্মচারীদের দুর্ভোগ লাঘবের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবির মধ্যে জিপি ফান্ডের লভ্যাংশ কমালো সরকার

সোহরাবের মৃত্যুর প্রতিবাদ স্বরূপ ও শোক পালনের উদ্দেশ্য সোমবার (২৫ অক্টোবর) কালো ব্যাচ পরিধান কর্মসূচি পালন করবেন ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: পরিবারের অভাব অনটনে হতাশ সরকারি চাকরিজীবীর আত্মহত্যা

সোনালীনিউজ/আইএ