ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের কাছে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত আলোচনা সভার শুরুতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই শোক প্রকাশ করেন।
[253122]
তারেক রহমান বলেন, 'উত্তরায় ভয়াবহ একটি বিমান দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ধরনের হৃদয়বিদারক ঘটনা যাতে আর কারো জীবনে না আসে, সে জন্য আমরা সৃষ্টিকর্তার নিকট দোয়া চাই।'
দুর্ঘটনার পরপরই দলীয় পর্যায়ে তাৎক্ষণিক সাড়া দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্ধার তৎপরতায় অংশ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দুর্ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানোরও নির্দেশনা দেন তিনি।
দলের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
এআর