গাজা অভিমুখী মানবিক সহায়তাবাহী কনশানস নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তার আটকের প্রতিবাদ জানিয়ে সরকারের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় মির্জা ফখরুল বলেন, সরকার যেন শহিদুল আলমের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করে।
এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, সমুদ্রে তাদের নৌযানটি আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। তিনি বলেন, তিনি বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক, আর এই ভিডিও প্রকাশের অর্থ হলো-তাদের নৌযান ইসরায়েলি বাহিনী আটক করেছে। শহিদুল আলম অভিযোগ করেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর সক্রিয় সহযোগিতা রয়েছে।
ভিডিও বার্তায় তিনি তার সহকর্মী ও বন্ধুদের প্রতি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এসএইচ