ঢাকা-১৪ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে এই তুলি?

  • সাজ্জাদ হোসাইন | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৩:৪১ পিএম
ফাইল ছবি

ঢাকা: সানজিদা ইসলাম তুলি একজন তরুণ সামাজিক কর্মী ও নাগরিক আন্দোলনের মুখ, যিনি সবচেয়ে বেশি পরিচিত ‘মায়ের ডাক’ আন্দোলনের সমন্বয়কারী হিসেবে। তিনি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন এর ছোট বোন।

২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে গুম হন তৎকালীন বিএনপি কর্মী সাজেদুল ইসলাম সুমন। ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই তুলি যুক্ত হন গুম–বিরোধী আন্দোলনে এবং ধীরে ধীরে মানবাধিকার ও ন্যায়বিচারের দাবিতে এক সাহসী কণ্ঠ হিসেবে পরিচিতি পান।

তিনি মানবাধিকারকেন্দ্রিক নানা আন্তর্জাতিক ফোরাম ও গণমাধ্যমে গুমের শিকার পরিবারের পক্ষে কথা বলেছেন। বিশেষ করে “মায়ের ডাক” সংগঠনটি তাঁর নেতৃত্বে পরিবারগুলোর ন্যায়বিচারের দাবিকে জনসমক্ষে টেনে আনে।

বিএনপির রাজনীতিতে তুলির আনুষ্ঠানিক সম্পৃক্ততা তুলনামূলক নতুন হলেও, দলের তৃণমূল ও তরুণ প্রজন্মের কাছে তিনি ইতিমধ্যে পরিচিত মুখ।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান সম্প্রতি তাঁকে ফোন করে ঢাকা-১৪ আসনে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। এতে তাঁকে বিএনপির তরুণ, যোগ্য ও প্রতীকী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে- বিশেষত গুম ও মানবাধিকার ইস্যুতে তাঁর সক্রিয় ভূমিকার কারণে।

তুলির শিক্ষা জীবন সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি পেশাগতভাবে মানবাধিকার ও সামাজিক গবেষণা সংক্রান্ত কাজে যুক্ত। রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁকে দলের পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।

জানা গেছে, তুলি প্রথমে তেজগাঁও আসন (ঢাকা-১২) থেকে প্রার্থী হতে আগ্রহী ছিলেন। তবে সেই আসনে গুম হওয়া ব্যারিস্টার আরমানকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা থাকায় তুলি স্থানান্তরিত হচ্ছেন ঢাকা-১৪ আসনে। ফলে এই আসন থেকে বাদ পড়ছেন বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু।

আর এ কারণে এরই মধ্যে তারেক রহমানের নির্দেশে বিএনপির ঢাকা মহানগর উত্তর ইউনিটের নেতারা সানজিদা ইসলাম তুলিকে নিয়ে স্থানীয় পর্যায়ে প্রচারণা শুরু করেছেন।

ঢাকা ১৪ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী সানজিদা ইসলাম তুলি- এমন খবরে সামাজিক মাধ্যমে ইফতেখর রাজন নামে ঢাকা ১৪ আসনের ভোটার লিখেন, ‘এখানে জামায়াত থেকে গুমের শিকার ব্যারিস্টার আরমানকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি ভেবেছিলাম বিএনপি ব্যাপক প্রচার প্রচারণা চালানো এক পাণ্ডাকে এখানে মনোনীত করবে। তাই মনে মনে আমি আমার ভোট ব্যারিস্টার আরমানের জন্য ঠিক করে রেখেছিলাম। কিন্তু এখন বিএনপি'র এই মুভতো আমাকে নতুন সমীকরণে ফেলে দিল।’

এসএইচ