ঢাকা: বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে কারা থাকছেন এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিশেষ করে তৃতীয় ওপেনার হিসেবে কে উঠবেন এশিয়া কাপের বিমানে, এ নিয়ে প্রশ্ন সবার মনে।
এ জায়গায় খুব একটা চমক থাকছে না বলে শোনা যাচ্ছিল। তবে সময় পার হতেই এই পজিশনের জন্য আলোচনায় আসতে শুরু করেছে আরো দু-একজনের নাম।
অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ভালো করতে পারেননি নাঈম শেখ। টি-টোয়েন্টি সুলভ যে ইনিংস সেটা তার ব্যাট থেকে দেখা যায়নি। মূলত নাঈমকেই এশিয়া কাপের তৃতীয় ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল। তবে এমন পারফরম্যান্সের পর আসলে অনেকটাই পিছিয়ে গেছেন তিনি।
[255069]
টপ এন্ড টি-টোয়েন্টিতে ব্যাট হাতে কয়েকটি ম্যাচে ভালো করেছেস জিসান আলম। তবে তাকে নেদারল্যান্ডসের বিপক্ষে দলে সুযোগ দেয়া হবে কিনা সে বিষয়েও নিশ্চিত করে জানা যায়নি। কেননা জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত অভিষেক তো দূরের কথা, কখনো ডাকও পাননি জিসান।
সেক্ষেত্রে আলোচনায় রয়েছে আরো একটি নাম, সৌম্য সরকার। বড় টুর্নামেন্ট এলেই যেন সৌম্যের নাম চলে আসে বাংলাদেশ ক্রিকেটে। যদিও সৌম্যও বলার মতো কিছু করেননি। তবে অভিজ্ঞ বিচারে তিনি থাকছেন এগিয়ে।
সাবেক ক্রিকেটার এবং দেশের ঘরোয়া ক্রিকেটের তারকা এক কোচও এমনটা জানালেন তিনি বলেন, ‘আমার হিসাবের সৌম্য এগিয়ে থাকবে অভিজ্ঞতা বিচারে। জিসানকে নিয়েও কথা হবে। কিন্তু ও বড় কোনো টুর্নামেন্টে ধারাবাহিক রান করতে পারেনি। যেমনটা নাঈম শেখ করে এনসিএল বা বিপিএলে।’
এআর