টি-টোয়েন্টিতে সাকিবের নতুন ইতিহাস

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৪:৪০ পিএম

ঢাকা: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রোববারের রাতটি স্মরণীয় হয়ে থাকবে সাকিব আল হাসানের জন্য। ব্যাট ও বলে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি একসঙ্গে ছুঁয়ে ফেললেন একাধিক মাইলফলক।

এদিন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে সাকিব মাত্র ২ ওভারে ১১ রান খরচায় তুলে নেন ৩ উইকেট।

পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করার মধ্য দিয়েই তিনি পূর্ণ করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০০ উইকেট। ইতিহাসে মাত্র পঞ্চম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন সাকিব।

[255244]

শুধু তাই নয়, এর সঙ্গে যুক্ত হলো ব্যাট হাতে অবদান। রান তাড়ায় তিনি খেলেন ১৮ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস (১ চার ও ২ ছক্কা), যা দলের সহজ জয় নিশ্চিত করে।

এই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সাকিব। এটি তার ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরা পুরস্কার। যেখানে তিনি সমান সংখ্যকবার সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের সঙ্গে। তবে সাকিবের অর্জন এসেছে মাত্র ৪৫৭ ম্যাচে, আর রাসেল খেলেছেন ৫৬৪ ম্যাচ।

সবচেয়ে বেশি ম্যাচসেরার তালিকা (টি-টোয়েন্টি):

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - ৪৬৩ ম্যাচে ৬০ বার

গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) - ৪৮৬ ম্যাচে ৪৮ বার

কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) - ৭১০ ম্যাচে ৪৭ বার

সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৪৫৭ ম্যাচে ৪৪ বার

আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) - ৫৬৪ ম্যাচে ৪৪ বার

অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) - ৫০৬ ম্যাচে ৪৪ বার।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য রেকর্ড 
এর মাধ্যমে সাকিব শুধু ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন না, বরং ব্যাটে ৭ হাজার রান এবং বলে ৫০০ উইকেটের অনন্য ডাবল রেকর্ড গড়ে হয়ে উঠলেন ইতিহাসের প্রথম ক্রিকেটার।

এআর