বিসিসিআইকে কাঠগড়ায় তুলবে পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৬, ১২:০৬ পিএম

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত কোন কারণ ছাড়াই পাকিস্তানের মেয়েদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছে। আর এজন্যই পিসিবি আইনের সাহায্য নেবে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি  বলেন,‘ আইসিসি ভারতীয় বোর্ডের কাছে সরকারের চিঠি দেখতে চেয়েছিল। যাতে প্রমাণ হয়, ভারতীয় বোর্ড সরকারের নির্দেশে মহিলা চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তানের সঙ্গে খেলতে দল পাঠায়নি। কিন্তু বোর্ড কোনও চিঠি দেখাতে পারেনি।’

শাহরিয়ার অভিযোগ করে বলেন,‘ ২০১৪ সালে ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয় যে, ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান-ভারত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। আমরা শ্রীলংকাতেও আমাদের হোম সিরিজ আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু ভারতীয় বোর্ড জানায়, তারা সরকারের অনুমতি পায়নি। তার প্রমাণ দেখাতে না পারলে আমরা ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। ভারতের জন্য আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। আমরা তাদের কাছে ক্ষতিপূরণও চাইবো।’

এই অবস্থার মধ্যেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি দেখা করেছেন ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের সঙ্গে। উদ্দেশ্য আইপিএলের দলগুলোর সঙ্গে যাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলগুলো খেলতে পারে। অনুরাগের বাড়ী গিয়ে জাভেদ তাকে পেশোয়াড়ের জার্সিও উপহার দেন। জাভেদ বলেন,‘দু’দেশের মধ্যে শান্তি স্থাপন করবে এসব ম্যাচ। আইপিএলের দলগুলোর সঙ্গে কথাও হয়েছে পিএসএলের দলগুলোর সঙ্গে খেলার ব্যাপারে। এজন্য বোর্ডের অনুমতি দরকার।’ 

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই