জাতীয় দল নিয়ে ভাবছেন না সাইফ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৯, ২০১৭, ০৯:৪৪ পিএম

ঢাকা: তাকে ভাবা হচ্ছে বাংলদেশের ভবিষ্যৎ বড় পেস বোলিং-অলরাউন্ডার। সময় সুযোগ পেলেই নিজের সামর্থ্যের কথা জানান দিচ্ছেন সাইফ উদ্দিন। পেস বোলিং অলরাউন্ডার তিনি, বোলিংটা বেশি ভালো। সাইফ হয়ে উঠতে চান পরিপূর্ণ অলরাউন্ডার। অস্ট্রেলিয়া সফরে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে সেই স্বাক্ষর তিনি রেখেছেন।

তৃতীয় ওয়ানডে ম্যাচে ৫ নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন সাইফ। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ উদ্দিন জানালেন, ওই ম্যাচের ব্যাটিং অর্ডার জানার পরই প্রতিজ্ঞা করেছিলেন সুযোগ কাজে লাগানোর,‘ সর্বশেষ প্রিমিয়ার লিগে আমি সেভাবে ব্যাটিং করার সুযোগ পাইনি। অল্প কয়েকটা ম্যাচ সুযোগ পেয়েছি। হাতে ২-৩ ওভার ছিল. তাই ইনিংস বড় করতে পারিনি। অস্ট্রেলিয়াতে প্রথম দুটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেলেও খুব বেশি ওভার ছিল না।’

এরপর যোগ করেন, ‘ওই ম্যাচের টিম হওয়ার পর আমার ব্যাটিং অর্ডার যখন ৫ নম্বরে দেখি, তখন মনের মধ্যে বিশ্বাস এলো কিছু একটা করতে পারব। আমাদের টপ অর্ডারে দ্রুত বেশ কয়েকটি উইকেট পড়ে গেলে দায়িত্বটা আমার ওপর ছিল। শুরু থেকেই চেষ্টা ছিল দলকে নিরাপদ অবস্থায় নিয়ে যাওয়ার।’

অস্ট্রেলিয়া সফরের পর আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন সাইফ। এটাকে কাজে লাগিয়ে যেতে চান অনেকদূর। সাইফ বললেন,‘ বয়সভিত্তিক ক্রিকেটে আমি পাঁচ থেকে সাত নম্বরে খেলেছি। হয়তো টিম কম্বিনেশনের কারনে এখন ৭ থেকে ৯ নম্বরে ব্যাটিং করতে হয়েছে। আসলে আমি আমার ব্যাটিংটা উন্নতি করতে চাই। যতটুকু দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে উঠতে চাই। টিম ম্যানেজমেন্ট আমাকে যেখানে সুযোগ দেবে আমি খেলতে প্রস্তুত। আমি সব জায়গায় নিজেকে খেলার মতো প্রস্তুত রাখতে চাই।’

বাংলাদেশ দলে একজন পেস বোলিং-অলরাউন্ডারের ঘাটতি রয়েছে অনেক দিন ধরে। সাইফ নিজেকে মেলে ধরতে পারলে এই ঘাটতিটা পূরণ করতে পারেন। সেই লক্ষ্যে তিনি নিজেকে প্রস্তুত রাখতে চান, ‘জাতীয় দলে সবাই খেলতে চায়। আমারও চিন্তা আছে। কিন্তু আমি ওটা নিয়ে এখনই মনোযোগ দিচ্ছি না। আমি এখন এইচপিতে আছি, চেষ্টা করছি এখানে নিজেকে যতটা উন্নতি করা যায়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব বিভাগে নিজেকে যথাযথভাবে প্রস্তুত করতে চাই।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই