চিটাগাং ভাইকিংসকে নিয়ে আশাবাদী সৌম্য

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৭, ০৯:২১ পিএম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসরে এখনও মাঠে নামেনি চিটাগাং ভাইকিংস। মঙ্গলবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে চট্টগ্রামের দলটি। টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী চিটাগংয়ের ওপেনার সৌম্য সরকার। 

নিজেদের বিশ্বাস চিটাগংকে সাফল্য এনে দিবে বলেন মনে করেন সৌম্য, ‘অনেকেই মনে করছে, আমরা বিপিএলে ভালো কিছু করতে পারবো না। এটা আসলে ভুল। একটা ভালো দিন আমাদের অনেক কিছু দিতে পারে। 

আগামীকালের (মঙ্গলবার) ম্যাচেই যদি আমরা জিততে পারি, তাহলে দেখবেন পরবর্তীত আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে। আমাদের দলের সবাই বিশ্বাস করে আমরাও পারব। এটাই সাফল্য এনে দিতে পারে আমাদের। আমরা সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করব।’

দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও ওয়ানডেতে ব্যর্থ হলেও টি-২০ সিরিজে ভালো করেছেন সৌম্য। সেই ধারাবাহিতকতা অব্যাহত রাখতে চান তিনি, ‘দক্ষিণ আফ্রিকায় যেভাবে খেলেছি, সেটা ধরতে রাখতে চাই। তবে ৩০-৪০ করে আউট হতে চাই না। আমি চাই আরো বেশি রান করে আউট হতে। ওখানে ৩০-৪০ করে আউট হওয়ার কারণ ছিল ম্যাচ পরিস্থিতি। এখানে ম্যাচ পরিস্থিতি ভিন্ন হবে। আমি পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করব।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই