আইপিএলে ফিঞ্চের অন্যরকম রেকর্ড

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৪, ২০১৮, ০৬:৫২ পিএম
ফাইল ফটো

ঢাকা: আইপিএলে কত রেকর্ডই না হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার তারকা ওপেনার অ্যারণ ফিঞ্চ যে রেকর্ড গড়েছেন সেটি ভাঙতে যে কারোরই সময় লাগবে। তিনি ৯ বছরে আইপিএলের সাতটি দলে খেলেছেন। এটি অন্যরকম এক রেকর্ড।  

আইপিএলে ফিঞ্চই একমাত্র ক্রিকেটার, যিনি সাতটি দলের হয়ে খেলেছেন। ২০১০ সালে ফিঞ্চের আইপিএল অভিষেক হয়েছিল রাজস্থান রয়্যালসের হয়ে। এরপর সময়ের সঙ্গে দলবদল করেছেন এই মারকুটে ব্যাটসম্যান। রাজস্থানের পর দিল্লি, পুণে, হায়দরাবাদ, মুম্বাই, গুজরাট এবং পাঞ্জাব, সবকটি দলের হয়েই মাঠে নেমেছেন ফিঞ্চ।

বাকি আছে কেবল কলকাতা, বেঙ্গালুরু এবং চেন্নাই। এই তিন দলের জার্সি পরে খেলা হয়নি ফিঞ্চের। কে জানে, আগামীতে হয়তো খেলতেও পারেন।

এখনও পর্যন্ত  আইপিএলে সর্বমোট ৬৬টি আইপিএল ম্যাচ খেলেছেন ফিঞ্চ। তাঁর স্ট্রাইকরেট ১৩০, গড় ২৭.১৮। সর্বোচ্চ স্কোর ৮৮। দীর্ঘ এক দশকের আইপিএল ক্যারিয়ারে খুব একটা সাফল্য নেই ফিঞ্চের। তারপরও দলগুলো তাঁকে পেতে মরিয়া। অথচ তামিম ইকবালের দিকে আইপিএল ফ্রাঞ্চাইজিরা নজরই দেন না! বাংলাদেশি ওপেনার যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারতেন।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম