টস হেরে ব্যাটে উড়ন্ত সূচনা ভারতের

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৮, ০৬:১৮ পিএম

ঢাকা: এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরে নিজেদের প্রথম ম্যাচে টস নামক ভাগ্য পরীক্ষায় হেরে হংকং-এর বিপক্ষে ব্যাট করছে ভারত। রোহিত শর্মার বিদায়ে মধ্যে দিয়ে ৪৫ রানের ওপেনিং জুটির ভাঙে। এই প্রতিবেদন লিখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শিখর ধাওয়ান ২২ এবং আম্বাতি রাইদু ২ রান নিয়ে ব্যাট করছেন।  

টুর্নামেন্টে এটি ভারতের প্রথম ম্যাচ। পক্ষান্তরে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হংকং-এর। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হার মানে হংকং।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইদু, মনীষ পান্ডিয়া, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, হার্ডিক পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, শারদুল ঠাকুর ও খলিল আহমেদ।

হংকং দল: অংশুমান রাথ (অধিনায়ক), আইজাজ খান, বাবর হায়াত, ক্যামেরন ম্যাকআলসান, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, এহসান নওয়াজ, আরশাদ মোহাম্মদ, কিঞ্চিত শাহ, নাদিম আহমেদ, র‌্যাগ কাপুর, স্কট ম্যাককেচিন, তারভির আহমেদ, তানবির আফজাল ওয়াকাস খান ও আফতাব হুসেইন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই