• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিখোঁজের ২ দিন পর মিশুক চালকের ভাসমান লাশ উদ্ধার


মুন্সীগঞ্জ প্রতিনিধি নভেম্বর ১২, ২০২০, ০৩:০৫ পিএম
নিখোঁজের ২ দিন পর মিশুক চালকের ভাসমান লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নিখোঁজের ২ দিন পর মিশুক চালক আনোয়ারুল ইসলাম (৪২) এর লাশ উদ্ধার হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার কাকালদী পাওয়ার হাউজ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আনোয়ারুল মুন্সীগঞ্জ শহর লঞ্চঘাট এলাকায় বসবাস করতো তার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

পুলিশ সুত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে খালে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাড়ে ১২ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

আরো জানা যায়, গত মঙ্গলবার রাতে সে নিখোঁজ হয়। সে রাতেই পরিত্যাক্ত অবস্থায় সিরাজদিখানের কাকালদী এলাকা থেকে মিশুক গাড়ি ও তার মোবাইল সেট উদ্ধার করেছিল পুলিশ।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!