• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কন্যা সন্তান জন্ম দিলেই উপহার


টাঙ্গাইল প্রতিনিধি জানুয়ারি ৬, ২০২১, ০৪:৪০ পিএম
কন্যা সন্তান জন্ম দিলেই উপহার

টাঙ্গাইল : কন্যা সন্তান বোঝা নয় আশীর্বাদ, কন্যা সন্তান আল্লাহর শ্রেষ্ঠ পুরস্কার। কন্যা সন্তান জন্ম হলে ফোন করুন উপহার পৌঁছে যাবে। এ ধরনের ফেস্টুন টানিয়ে রেখেছে টাঙ্গাইল কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন।

টাঙ্গাইল জেলা সংবাদ এর ক্রিকেটর নওশাদ রানা সানভী বলেন, আমি কাগমারী পুলিশ ফাঁড়িতে যাই একটি কাজে। সেখানে ফাঁড়ির ইনচার্জের রুমে প্রবেশ করেই দেখি ফেস্টুন। ফেস্টুনের লেখা দেখে খুব ভালো লাগে। তা  ছবি তুলে গ্রুপে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়। হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার হয়। সাথে সাথে মোশারফ হোসেনের কাছে ফোন আসতে থাকে বিভিন্ন জেলা ও দেশের বাইরে থেকে। তাকে অনেকেই সাধুবাদ জানান। টাঙ্গাইল থেকে অনেকে উৎসাহী হয়ে তাকে ফোন করে ঠিকানা দেন।

উপচারপ্রাপ্ত মাসুদা খাতুন বলেন, কন্যা সন্তান জন্ম হলেই পাবেন পুরস্কার, ফেসবুকে পুলিশ কর্মকর্তার এমন স্ট্যাটাস দেখে আমি পুরস্কার নিতে এসেছি। আমি পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। আমার প্রথম কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান হওয়ায় আমি ও আমার স্বামীও খুবই খুশি।

গোলাম রাব্বানী রাসেল বলেন, আমি দুই কন্যা সন্তানের পিতা। আমি খুবই খুশি। আর পুলিশ কর্মকর্তার উপহার পেয়ে আনন্দিত।

সুমাইয়া আক্তার সাথী বলেন, আমি উপহার পেয়ে খুবই আনন্দিত।

মোশারফ হোসেনের বলেন, আমি গ্রাম এলাকায় লক্ষ করেছি কন্যা সন্তান হলে অনেকে মন খারাপ করে। তাদের উৎসাহিত করা যে ছেলে মেয়ে সব সমান, মেয়েরা দেশের গুরুত্বপূর্ণ পদে নারীরা আছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!