• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রামেকে করোনায় একদিনে আরও ১২ মৃত্যু


রাজশাহী প্রতিনিধি জুন ১০, ২০২১, ১১:২৮ এএম
রামেকে করোনায় একদিনে আরও ১২ মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজশাহী : রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনাভাইরাস (কোভিড-১৯) ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে রাজশাহীর ৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৩ জন রয়েছেন। মৃতদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ছিলেন ৭ জন, উপসর্গ নিয়ে মারা গেছেন ৫জন।
 
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। এরমধ্যে রাজশাহীর ১৮জন, চাঁপাইয়ের ১৬জন, নওগাঁর ৭জন এবং নাটোরের ১জন। এনিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ২৯০ জন। আইসিইউতে আছেন ১৮ জন। 

তিনি আরও জানান, দুটি পিসিআর ল্যাবের করোনাভাইরাস নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪২. ৪৬ শতাংশ। 

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে- রাজশাহীর  ১৪২, চাপাই নবাবগঞ্জের ১১১, নওগাঁর ১৫, নাটোরের ১৫, পাবনা ও কুষ্টিয়ার ৩জন এবং চুয়াডাংগার একজন রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!