• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষকদের ৫ তথ্য চেয়েছে মন্ত্রণালয়


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:৪৭ পিএম
শিক্ষকদের ৫ তথ্য চেয়েছে মন্ত্রণালয়

ফাইল ছবি

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পাঁচ ধরনের তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে জরুরি ভিত্তিতে এ তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

নির্দেশনার তথ্য অনুযায়ী, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নাম, নিবন্ধন নম্বর, নিয়োগের জন্য সুপারিশকৃত প্রতিষ্ঠানের নাম, যোগদানের তারিখ, এমপিওভুক্ত না হওয়ার কারণ— এ পাঁচ তথ্য পাঠাতে হবে। এসব তথ্যের পর মন্তব্য লিখতে হবে।

জানা গেছে, গত ৭ জানুয়ারির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকে মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজার ৬২৭ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে কতজন যোগদান করেছেন, কতজনের যোগদান পরবর্তী পদায়ন করা সম্ভব হয়নি। পদায়নে কোনো সমস্যা রয়েছে কিনা, যোগদানকৃতদের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের সংখ্যা কত, এমপিওভুক্ত হয়নি এমন শিক্ষক কারা ইত্যাদি তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো প্রয়োজন।

পিএস

Wordbridge School
Link copied!