• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খুলনা বিভাগে একদিনে রেকর্ড ৩২ মৃত্যু


খুলনা প্রতিনিধি জুন ২৩, ২০২১, ১২:৪৮ পিএম
খুলনা বিভাগে একদিনে রেকর্ড ৩২ মৃত্যু

ফাইল ফটো

খুলনা: মহামারি করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। যা ওই বিভাগে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 

এছাড়া গত ২৪ ঘন্টায় এ বিভাগে নতুন করে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৯০৩ জন। যদিও এ সংখ্যা আগের ২৪ ঘন্টার থেকে ৯৫ জন কম।

বুধবার (২৩ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২২ জুন) ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনায় মৃত্যু হয়েছিলো ২৭ জনের। আর একই সময়ে ওই বিভাগে ৯৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৩২ জনের মধ্যে খুলনায় সর্বোচ্চ আটজন, ঝিনাইদহে সাতজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, কুষ্টিয়ায় চারজন, যশোরে একজন, বাগেরহাটে তিনজন, সাতক্ষীরায় একজন, নড়াইলে একজন এবং মেহেরপুরে দুইজন মারা গেছেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!