• ঢাকা
  • রবিবার, ০৯ জুন, ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১

দশম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করা বখাটের কারাদণ্ড


নোয়াখালী প্রতিনিধি অক্টোবর ২, ২০২১, ১১:৪২ এএম
দশম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করা বখাটের কারাদণ্ড

ছবি : উত্যক্ত করার অভিযোগে মাকসুদুল আলম গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে ১০শ্রেনীর এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে মাকসুদুল আলম (২১) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে বখাটে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠান হয়। বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী ওই দন্ডাদেশ দেয়।

বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জানান, উপজেলার হানিফ ভুঁইয়া স্কুল এন্ড কলেজে ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্কুলে যাওয়া আসার পথে অভিযুক্ত যুবক তাকে উত্যক্ত করত। তার লিখিত অভিযোগ পেয়ে একই দিন সকালে বখাটে যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে বেগমগঞ্জ থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

সোনালীনিউজ/জেএ/এসআই

Wordbridge School
Link copied!