• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেল নিষিদ্ধ পদ্মা সেতুতে, ফেরি দিয়ে পারাপার


মুন্সিগঞ্জ প্রতিনিধি জুন ২৭, ২০২২, ১১:২৮ এএম
মোটরসাইকেল নিষিদ্ধ পদ্মা সেতুতে, ফেরি দিয়ে পারাপার

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ : মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার পরও পদ্মা সেতুতে সোমবার (২৭ জুন) সকালে বাইকাররা সেতুর টোলপ্লাজা ঘিরে রাখে। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাইকারদের বুঝিয়ে একটি ফেরি দিয়ে নদী পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়।

সোমবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন। 

তিনি বলেন, সকালে কিছু মোটরসাইকেল আরোহী টোল প্লাজায় জড়ো হয়। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের বুঝিয়ে একটি ফেরিতে করে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করা হয়।   

এর আগে রোববার (২৬ জুন) রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হওয়ায় সেতু বিভাগ সোমবার (২৭ জুন) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রোববার রাতে তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে সেতু বিভাগ এ তথ্য জানায়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!