• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

উপজেলা চেয়ারম্যানকে মিষ্টি খাওয়ালেন বগুড়ার সেই এমপি


বগুড়া প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৮:৩৭ এএম
উপজেলা চেয়ারম্যানকে মিষ্টি খাওয়ালেন বগুড়ার সেই এমপি

বগুড়াঃ উপজেলা চেয়ারম্যানের দিকে পিস্তল তাক করার আলোচিত ঘটনার তিন দিন পর আবার তাকে মিষ্টিমুখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এমপি বাবলুর শাজাহানপুর উপজেলার মাঝিড়াস্থ বাস ভবনে আপোস মিমাংসার মাধ্যমে উভয়ের মধ্যে সৃষ্ট বিরোধের ইতি ঘটে।  

নিজের বাসায় উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুকে এমপির মিষ্টি খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ পেলে নেটিজেনরা নানা মন্তব্য করেন। ছবিতে দেখা যায়, এমপি এবং উপজেলা চেয়ারম্যান পরস্পরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন এবং মুখে মিষ্টি তুলে দেন।

এ সময় বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম ডাবলু, শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন, যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বাসেদ রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রেজাউল করিম বাবলু এমপি সোনালী নিউজকে বলেন, গত ২১ সেপ্টেম্বর সকালে শাজাহানপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সে যে ঘটনা ঘটেছিল তা নিছক ভুল বুঝাবুঝি। তাই উভয় পক্ষের হিতৈষী ব্যক্তিবর্গের উপস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ে ভুল বুঝাবুঝির অবসান ঘটেছে।

শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেন, সমঝোতাই শান্তির পথ। দ্বন্দ্ব-বিরোধ কারও কল্যাণ বয়ে আনেনা। বরং অশান্তির সৃষ্টি করে। তাই শান্তি-শৃংখলার স্বার্থে শুভাকাংঙ্খি ব্যক্তিবর্গের পরামর্শে আপোস-মিমাংসায় সম্মত হয়েছি।

শাজাহানপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ আবু জাফর বলেন, সাংসদ রেজাউল করিম বাবলু এবং উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর মধ্যে সৃষ্ট বিরোধের কারণে কখন কি ঘটে এ নিয়ে উপজেলার সাধারণ মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলেন। বিরোধের অবসান হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

উল্লেখ্য, বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় যোগ দিতে গিয়ে উপজেলা চেয়ারম্যানের লোকজনের হাতে লাঞ্ছিত হন বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু। এসময় এমপি আত্মরক্ষার্থে উপজেলা চেয়ারম্যানের দিকে পিস্তল তাক করেন।

পিস্তল তাক করার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা এবং পরদিন বৃহস্পতিবার বিকেলে এমপি বাবলুকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!