ফাইল ছবি
গাজীপুর: দেশের বিভিন্ন অঞ্চলকে শহরের আদলে গড়ে তুলতে এবং গ্রাম হবে শহর এমন মিশন ও ভিশন বাস্তবায়নের লক্ষে বর্তমান সরকার গত ১ যুগ সময় ধরে নিরলস ভাবে কাজ করে চলছে।
পরিকল্পনা অনুযায়ী সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মসূচির অংশ বাস্তবায়নে গাজীপুর সিটি কর্পোরেশনে আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে। সম্প্রতি প্রধানমন্ত্রীর দেওয়া গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৩৯টি প্রকল্পে ৩ হাজার ৮৬২.৩ কোটি টাকার একটি বিল একনেকে পাশ হয়েছে।
এতে করে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট মহল এবং সিটি এলাকার বাসিন্দারা মনে করছেন। এই ৩৯ টি প্রকল্প বাস্তবায়ন হলে এক কথায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে গাজীপুর মহানগরের চিত্র।
গাজীপুর মহানগরীর এ উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে নগরীর বিভিন্ন এলাকায় নতুন আটটি ব্রিজ নির্মাণ, নগরীর ৫৭টি ওয়ার্ডে ২০ ফুট থেকে ৪০ ফুটের দেড় শতাধিক নতুন রাস্তা নির্মাণ ও ১৭টি প্রকল্পে ২৩৯.৭৮ একর ভূমি অধিগ্রহণসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন।
দেশের অন্যসব সিটির চেয়ে গাজীপুর সিটির আয়তন এবং জনসংখ্যাও অনেক বেশি। এ জন্য এ মহানগরীর বাসিন্দাদের জন্য। নাগরিক সকল সুবিধা প্রদানের ব্যাপক উন্নয়ন প্রয়োজন। বিশেষ করে রাস্তা, ব্রীজ, ও সড়ক ও আঞ্চলিক সড়কের অবকাঠামো নির্মাণকাজের বাস্তবায় দরকার। এ উপলব্ধি থেকে জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে সরকার বহুমূখী উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। যার অনেক কাজ ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। অনেক যায়গায় এর সুফলও মিলেছে।
সরেজমিনে, সিটি কর্পোরেশন এর মধ্যে চলমান কাজ এবং সিটির আওতাধীন নাগরিক এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তা, প্রশস্তকরণ নর্দমা ও ফুটপাত নির্মাণ ও আট ব্রিজ নির্মাণে ৩৯টি প্রকল্পে ৩ হাজার ৮৬২.৩ কোটি টাকা বরাদ্দের সুফলে বহুমাত্রিক উন্নয়নে পাল্টে যাবে মহানগরীর চিত্র।
গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়নের জন্য প্রস্তাবিত বিলটি একনেক বৈঠকে অনুমোদন শেষে গত ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অনুমোদন হয়।
গাজীপুর বাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে, জনগণের যাতায়াতে দুর্ভোগ রোধে নির্মাণ হতে যাচ্ছে মজলিশপুর ব্রিজ, কড্ডা ব্রিজ, ছিকুলিয়া ব্রিজ, রাজনগর ব্রিজ, নিমতলী ব্রিজ, মরকুন মারুকা ব্রিজ, টঙ্গী পাগাড় গুদারাঘাট ব্রিজ ও বড়বাড়ী জয়বাংলা সড়কে ব্রিজ। এসব ব্রিজ নির্মাণ হলে ওই এলাকায় বসবাসরত মানুষের চলাচলে আর কষ্ট করতে হবে না। এ ছাড়া নগরীর ৫৭টি ওয়ার্ডে ২০ ফুট থেকে ৪০ ফুট পর্যন্ত দেড় শতাধিক নতুন রাস্তা নির্মাণে ২৩৯.৭৮ একর ভূমি অধিগ্রহণসহ ব্যাপক উন্নয়নে চলছে নানা পদক্ষেপ।
সরকারের নেওয়া মহানগরীর জন্য এসব প্রদক্ষেপ বাস্তবায়ন হলে। একদিকে নাগরিকদের জন্য আর্শীবাদ হবে। অপরদিকে একটি মডেল ও পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন হিসেবে পরিচিতি পাবে গাজীপুর সিটি।
সিটি কর্পোরেশন এর টঙ্গী জোনের নির্বাহী প্রকৌশলী মো. রকিবুল হাসান রাসেল গণমাধ্যমে এ বিষয়ে জানিয়েছেন, একনেক বৈঠকে ৩৯টি প্রকল্পে ৩ হাজার ৮৬২.৩ কোটির টাকার সংশোধিত বিলটি পাস হয়। এর মধ্যে ১৭টি প্রকল্পে ২৩৯.৭৮ একর জমি অধিগ্রহণের বিষয়টি ডিসি অফিসের।
তিনি আরও বলেন, এসব প্রকল্প দৃশ্যমান হলে উন্নয়নের গতিতে বেগবান হবে সিটির কর্মকান্ড। এ ক্ষেত্রে নাগরিকদের সুবিধা নিশ্চিত হবে।
এ ব্যাপারে গাজীপুর সিটির মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ গণমাধ্যমে জানান, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্লোগান গ্রাম হবে শহর। এ লক্ষ্যেই মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে সিটি করপোরেশনে রূপান্তর করেছেন। তিনি আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর দেওয়া গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৩৯টি প্রকল্পে ৩ হাজার ৮৬২.৩ কোটি টাকার কাজ বাস্তবায়ন হলে নিসন্দেহে পাল্টে যাবে মহানগরীর চিত্র।
সোনালীনিউজ/আর/এসআই







































