• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় কংস নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৫, শিশু উদ্ধার


নেত্রকোনা প্রতিনিধি: জুলাই ৭, ২০২৩, ১০:২৮ এএম
নেত্রকোনায় কংস নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৫, শিশু উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় কংস নদীতে ফেরী পারাপারের সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকালে নদী থেকে এক শিশু উদ্ধার করা হয়েছে।

তবে কংস নদীর ওপর পাকা সেতু নির্মাণ করা হলে দুই পাড়ের বেশ কয়েকটি গ্ৰামের মানুষের নদী পারাপারের দুর্ভোগ পোহাতে হবে না।

উদ্ধার হওয়া শিশু মাহবুব মিয়া জেলার পুর্বধলা উপজেলার ডেওডুকোন গ্ৰামের রনি মিয়ার ছেলে।

গেল বুধবার (৫ জুলাই) বিকালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারের পাশে কংস নদীর মুচারবাড়ি ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জামধলা বাজার ফেরিঘাট থেকে নৌকার মাঝি রঙ্গু লাল ১০/১৫জন লোক নিয়ে নদীর ওপাড়ে দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি গোদারা ঘাটে যাচ্ছিলেন। নদীর মাঝপথে নদীর প্রবলস্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ৮/১০জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও সোহেল মিয়া (১৮), এনায়েত উল্লাহ (১৬),মাহাবুব (১৪) সহ ৫জন যাত্রী নিখোঁজ হয়।

পূর্বধলা ফায়ার সার্ভিসের পরিচালক সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা দুইজনকে উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধার করতে কিশোরগঞ্জের ডুবুরী টিম কাজ করে যাচ্ছে। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!