• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গড়াই নদীতে পড়ে যুবক নিখোঁজ


কুষ্টিয়া প্রতিনিধি আগস্ট ৫, ২০২৩, ১২:৫৭ পিএম
গড়াই নদীতে পড়ে যুবক নিখোঁজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকা ভ্রমণে গিয়ে বন্ধুদের সঙ্গে নাচতে নাচতে নদীতে পড়ে শুভ (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কের সামনে এ ঘটনা ঘটে। নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিখোঁজ শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে করতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা থেকে অভিযান বন্ধ রয়েছে। খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। 

শুভর বন্ধুরা বলেন, সকালে আমরা বন্ধুরা মিলে নৌকা ভ্রমণে যাই। বিকেল ৫টার দিকে নাচতে নাচতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যাই। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেনি। 

এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক মো. জানে আলম বলেন, বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি। খুলনার ডুবুরি দল আসছে। তারা এসে উদ্ধার অভিযান শুরু করবে।

সোনালীনিউজ/আর/এসআই

Wordbridge School
Link copied!