ঢাকা: মিনহাজ আবদেন (১৩) নামে একজন মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের আবদুল গফুরের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) ফেনী জামেয়া রশীদিয়া মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে পালিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনরা।
এ বিষয়ে থানায় জিডির প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। হারানোর সময় তার চোখে চশমা ও পরনে পাঞ্জাবি-টুপি ছিল। তার উচ্চতা ৫ ফুট। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা: মোবাইল নং: 01868438474, 01771189114, 01708767385।
সোনালীনিউজ/এআর







































