• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৫:৪৭ পিএম
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট: পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রের জন্য মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়া পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি সাপোদিল্লা’।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।

গত ১৬ জুলাই রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৯৩৪ প্যাকেজের ৩২৪৩ দশমিক ৩৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে।  

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিংয়ের ম্যানেজার অসিম সাহা বলেন, মেশিনারিজ পণ্য নিয়ে দুপুরে মোংলা বন্দরে ভিড়েছে ‘এমভি সাপোদিল্লা’। দ্রুত সময়ের মধ্যে জাহাজটি থেকে মালামাল খালাস শুরু হবে। এরপর মালামালগুলো সেখান থেকে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া শুরু হবে।

এর আগে গত ২৬ জুলাই এমভি ইসানিয়া নামে একটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য মোংলা বন্দরে খালাস করা হয়।

আইএ

Wordbridge School
Link copied!